ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারত সফররত বাংলাদেশের দলের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় পেয়েছে ভারত। টাইগারদের ২৮০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট শেষ হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ভারত। চেন্নাই টেস্টে থাকা দলটাই দ্বিতীয় টেস্টের জন্য মনোনীত হয়েছে। প্রথম টেস্ট শেষের পরপরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিসিসিআই জানিয়েছে, চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে।

যদিও কানপুর টেস্টে শুরুর একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি