ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার ফিফার অনুমতি পেলেন শমিত সোম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের ফুটবলে আসছেন শমিত সোম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমোদন পেয়েছেন কানাডা প্রবাসী শমিত। 

আজ (মঙ্গলবার, ৬ মে) তাকে ফিফার ডিসেপ্লিনারি কমিটি এ ক্লিয়ারেন্স দিয়েছে।

এর ফলে আগামী মাসের ১০ তারিখ হোমগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচেই অভিষেক হতে পারে এই তরুণের।

এর আগে, চলতি মাসের ১ তারিখ কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। 

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে শমিতের পরের ধাপ ছিল ফিফার ডিসেপ্লিনারি কমিটির অনুমোদন। এবার এটিও পেয়ে গেলেন এই প্রবাসী বাংলাদেশী।

এদিকে, কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরার দলে জায়গা করে নিয়েছেন শমিত সোম। কাভালরির হয়ে গত ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন তিনি। পুরো সময় সামলেছেন সেন্ট্রাল মিড ফিল্ড।

সেই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। কাভালরির দাপুটে পারফরম্যান্সের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী এই ফুটবলার। 

সে কারণেই শমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি