ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ডর্টমুন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২১, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গত সপ্তাহে বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর এই ফরোয়ার্ডের শূন্যতা পূরণে চেষ্টা করছে বার্সেলোনা।


নেইমারের শূন্যতা পূরণে ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলেকে নিতে চায় বার্সা। এ জন্য একটি প্রস্তাব বরুসিয়া ডর্টমুন্ডকে দেয় কাতালান ক্লাবটি।


কিন্তু ডর্টমুন্ড এক বিবৃতিতে জানায়, দেম্বেলের দল বদল নিয়ে কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনা হলেও প্রস্তাবটি ফিরিয়ে দেয়া হয়েছে। ক্লাবটির দাবি বার্সেলোনার প্রতিনিধিদের প্রস্তাবটি এই খেলোয়াড়ের সামর্থ্, ক্লাবটিতে খেলোয়াড়ের মান বা ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে বর্তমান বাজার পরিস্থিতি কোনোটার সঙ্গেই মানানসই নয়।


এসব ঘটনায় ফরাসি এই খেলোয়াড়ের বার্সেলোনা যাওয়ার গুঞ্জন জোরালো হয়ে ওঠে। আর এর মাঝেই গতকাল বৃহস্পতিবার অনুমতি ছাড়াই ডর্টমুন্ড ক্লাবের অনুশীলনে যাননি ২০ বছর বয়সী দেম্বেলে।


সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড কোচ জানিয়েছেন, দেম্বেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ক্লাব। গত মৌসুমে ডর্টমুন্ডে অভিষেক হওয়ার পর ৪৯ ম্যাচে ১০টি গোল করেছেন দেম্বেলে। সহায়তা করেছেন ২১টি গোলে।

আর/টিকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি