ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ২-০ গোলে জিতেছে রিয়াল। ভালভেরদের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

কারিম বেনজেমার অনুপস্থিতিতে শুরু থেকে আক্রমণভাগে ধুকতে থাকে লস ব্লাঙ্কোরা। ফলে প্রথমার্ধে হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। 

বিরতির পরও একই ধারায় খেললে পয়েন্ট হারানোর শঙ্কা জাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ৭৮ মিনিটে ভিনিসিউসের পাসে ফেডেরিকো ভালভেদরের দুর্দান্ত গোলে শঙ্কা কাটে রিয়ালের। 

যোগ করা সময়ে আরও একটি গোল করেন মার্কো অ্যাসেনসিও। দারুণ শটে জয় নিশ্চিত করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

এতে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধানে দুই নম্বরে রয়েছে অ্যানচেলত্তির শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি