ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বৃষ্টিতে টস হতে বিলম্ব, শঙ্কায় উভয় দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মিরপুরে বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে টস হতে। যে কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আজকের ফাইনাল ম্যাচটি সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা থাকলেও তা দেরিতে শুরু হবে। সাড়ে ৭টায় সম্ভাব্য সময় নির্ধারণ করেছে ম্যাচ অফিসিয়ালরা। যদিও এখনও বৃষ্টি ঝরছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। 

নিয়মানুসারে মাঠের খেলা শুরুর ঠিক ৩০ মিনিট আগেই টস হওয়ার কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার বিকাল থেকেই মিরপুরে নামতে থাকে গুড়িগুড়ি বৃষ্টি। যে কারণে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের টস এখনও অনুষ্ঠিত হয়নি।

এদিকে, আকাঙ্ক্ষিত এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আগে থেকেই বিপুল সংখ্যক দর্শক মাঠে জড়ো হয়েছে। অপেক্ষা আর প্রার্থনা করেছে বৃষ্টি থেমে গিয়ে কখন খেলাটি শুরু হবে। 

বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযুক্ত মনে হলেই ম্যাচটি শুরু হবে। তবে কোনও কারণে যদি রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না যায়, তাহলে সিরিজের বাইলজ অনুসারে উভয় দলকেই যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সূত্র- ক্রিকইনফো। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি