ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বেইজিং ম্যারাথন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৫৪, ২৫ অক্টোবর ২০২১

করোনাভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য বেইজিং ম্যারাথন স্থগিত করেছে চীন। প্রতি বছর শীতকালীন অলিম্পিকের আগে এই ম্যারাথানের আয়োজন হয়। তবে এবারে ২০২২ সালের অলিম্পিক পর্যন্ত করোনার লাগাম টানতেই স্থগিত করা হল ম্যারাথন। 

আসছে ৩১ অক্টোবর তিয়ানানমেন স্কয়ারে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হওয়ার কথা ছিল বেইজিং এর অলিম্পিক পার্কে। এতে অংশ নেওয়ার কথা ছিল ৩০ হাজার মানুষের। 

তবে নতুন করে করোনাভাইরাস তীব্রভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জানালে ম্যারাথন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।  

সম্প্রতি দেশটির ১১ টি প্রদেশে ১৩৩ জনের বেশি করোনা রোগি শনাক্ত হয়েছে। যার বেশিরভাগই করোনার ডেলটা ভ্যারিন্টে দ্বারা আক্রান্ত।  

এই পরিস্থিতিতে বেইজিং ম্যারাথনের  আয়োজন করা হলে কী প্রভাব পড়বে সহজেই ধারণা করা যায়।

এ অবস্থায় ২০২২ সালের অলিম্পিক পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  

চীনের রাষ্ট্রীয় সংবামাধ্যমের তথ্যমতে,যেসব প্রতিযোগী ম্যারাথনে সফলভাবে নিবন্ধন করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। এদিকে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের বাকী আর মাত্র ১০০ দিন। সংক্রমণ বাড়তে থাকলে এই মেগা ইভেন্টও ঝুঁকির মধ্যে পড়তে পারে।  

সূত্র: বিবিসি

এসবি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি