বোলিং দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন শরিফুলের
প্রকাশিত : ১৬:০০, ১২ অক্টোবর ২০২১

যুব বিশ্বকাপের ফাইনালে পুরো টুর্নামেন্টে গতি আর বাউন্স দিয়ে আগমনী বার্তা দিয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। অনূর্ধ্ব-১৯ স্তরের সেই অর্জনের মধ্য দিয়ে এবার জায়গা করে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও।
বিশ্বকাপ জয়ের গল্প তো সবারই জানা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পঞ্চগড়ের এই ক্রিকেটারকে। জাতীয় দলে জায়গা করে নিতেও খুব বেশি সময় নেননি। মার্চে নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টিতে অভিষেক হয় এই বা হাতি পেসারের।
যুব বিশ্বকাপজয়ী সর্তীর্থদের অধিকাংশই এখনো নেই জাতীয় দলের ধারে কাছে। সেখানে টিম বাংলাদেশে তার জায়গাটা অনেকটাই স্থায়ী। তবে এই পর্যায়ে আসতে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন তিনি।
টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করে আজকের শরিফুল হবার পথটা মসৃণ ছিল না। তবে ক্রিকেটের প্রতি ছিল তার অদম্য আগ্রহ। স্কুল পালিয়ে ব্যাট-বলের নেশায় ডুবে থাকতেন শরিফুল ইসলাম।
ব্যস্ত সূচির কারণে এখন বছরের বড় অংশজুড়ে পরিবার থেকে দূরে থাকতে হয় শরিফুলের। তবুও যখনই সুযোগ পান শেকড়ের টানে ছুটে যান। ক্রিকেটার পরিচয় ভুলে তখন গ্রামের সেই দুরন্ত ছেলেটি হয়ে যান শরিফুল ইসলাম।
নিজের সঙ্গে উচ্ছ্বাসটা এখন গোটা পঞ্চগড়বাসীরও। সবার প্রত্যাশা, বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নপূরণে এই স্বপ্নসারথী বড় ভূমিকা রাখবেন বল হাতে।
এদিকে আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না দলের কান্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ।
এমএম/ এসএ/