ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভরিতে সাড়ে সাত হাজার টাকা বেড়ে কমল এক হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২১ মার্চ ২০২৩

রেকর্ড প‌রিমাণ বাড়ার ঠিক তিন‌দিন পর কমল সোনার দাম। তবে যে হারে বেড়েছিলো, কমেনি সেই হারে। ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। অথচ তিন দিন আগে ভরিতে দাম বেড়েছিলো প্রায় সাড়ে সাত হাজার টাকা। 

নতুন ঘোষণা অনুযায়ী সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৭ হাজার ৬২৮ টাকা। যা কার্যকর হবে বুধবার থেকে। 

মঙ্গলবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। 

গত শনিবার (১৮ মার্চ) ভরি প্রতি সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। যা রেকর্ড দাম হিসাবেই ধরা হয়েছিলো। 

গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা এবং ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। মাঝে ৪ ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা কমলেও সেটি ৯০ হাজারের ঘরে থেকে যায়।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি