ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ভিসা আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৮, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ছয় মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আটকে গেলেও এবার ভিসা আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রদপ্তর নতুন এই কড়াকড়ি আরোপের কথা জানায়। নতুন নীতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক মাধ্যমে বিগত ৫ ও তার জীবনের ১৫ বছরের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। তবে ট্রাম্পের এই নতুন নীতিতে ভিসা প্রক্রিয়া শেষ হতে অনেক বেশি সময় লাগবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এরফলে শিক্ষার্থী, গবেষক ও বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত হবে। সন্ত্রাস দমন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নীতি চালু করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি