ঢাকা, শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভ্যান ডি বিককে দলে ভেড়াচ্ছে ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের তরুণ প্রতিভাবান মিডফিল্ডার ডনি ভ্যান ডি বিকের দিকে নজর দিয়েছে রেড ডেভিলরা। নিজেদের দুর্বল জায়গাগুলোর শক্তি বৃদ্ধিতে মধ্যমাঠের এই খেলোয়াড়কে এবার দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গেল বছর চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেন এই ডাচ মিডফিল্ডার। আয়াক্সের সেমিফাইনালের খেলার অন্যতম কারণ ছিলেন ভ্যান ডি বিক। তাকে দলে ভেড়াতে ইউনাইটেডকে খরচ করতে হবে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো।

ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাঁচ বছরের জন্য ভ্যান ডি বিকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ম্যান ইউ। তবে দাম নিয়ে বনিবনা না হওয়ায় এখনও স্থগিত হয়ে আছে এই দলবদলটি।

তবে ২০২০/২১ মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে অর্থাৎ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেই তাকে মাঠে পাওয়ার আশা প্রকাশ করছে ইউনাইটেড।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি