ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মাশরাফিকে নিয়ে মোল্লা বাবুর গান (ভিডিও)

প্রকাশিত : ০৯:৩২, ১ জুন ২০১৯

‘সীমাহীন স্বপ্ন দেখার সুপ্রভাত তুমি মেঘভাঙা রোদ্দুর/ সততায় ইস্পাত কঠিন তুমি, মমতায় মহা সমুদ্দুর’। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ক্লোজআপ তারকা মোল্লা বাবুর গাওয়া `প্রিয় মাশরাফি` গানটি অবমুক্ত হলো অনলাইনে।

গত সোমবার (২৮ মে) ইউটিউব ও নিজস্ব ফেসবুক পেজে গানটি অবমুক্ত করা হয়।

গানের কথা লিখেছেন সালাহ উদ্দীন সিকদার, সুর করেছেন রায়হান আরিফিন, সঙ্গীত পরিচালনা করেছেন জামান। গানটির মিউজিক ভিডিওর কাজ করেছেন রাফাত আলদিন চৌশিক এবং সোহেল ইমরান।

গানটি করার পেছনে মাশরাফির সততা, বলিষ্ঠ নেতৃত্ব, ইতিবাচক মনোভাব, অদম্য দুর্বার গতি ও মানবিকতার প্রতি শ্রদ্ধাই মূল কারণ উল্লেখ করে মোল্লা বাবু বলেন, ‘আমার চোখে মাশরাফি মানেই অদম্য, ইতিবাচক এক বাংলাদেশ। মাশরাফি মানে তারুণ্য, সততা ও স্বপ্নের সমাবেশ। তার ইতিবাচক নেতৃত্ব, শত সীমাবদ্ধতাকে বোল্ড আউট করে তার দুর্বার ছুটে চলা, এদেশের তারুণ্যের জন্য বড় অনুপ্রেরণা। সেই প্রেরণার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের জন্য আমাদের এই গান।’

গীতিকার সালাহ উদ্দীন সিকদার বলেন, ‘ক্লোজআপ তারকা মোল্লা বাবু মাশরাফির অন্যতম প্রিয় শিল্পী। মাশরাফি যখন দুরন্ত কৈশর, তখন নড়াইলসহ দক্ষিণবঙ্গের কনসার্ট মাতিয়ে বেড়াতেন যশোরের ছেলে মোল্লা বাবু। সেই সময় তার সুরের যাদুতে হাজারো শ্রোতার মতো মুগ্ধ হন মাশরাফি নিজেও। ভক্তের সেই মুগ্ধতা কাটেনি আজও। ফলে মাশরাফিকে নিয়ে শিল্পী মোল্লা বাবুর জন্য গান লেখা মাশরাফি ভক্ত হিসেবে আমার কাছে এক বিশেষ অনুভূতি। গানের কথায় এদেশের কোটি কোটি মাশরাফি ভক্তের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি।’

গানটি নিয়ে সুরকার রায়হান আরিফিন বলেন, ‘আমরা `প্রিয় মাশরাফি` গানটি কোনো কোম্পানির মাধ্যমে নয় নিজেরাই নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দিচ্ছি । এর অন্যতম কারণ হচ্ছে মাশরাফির সঙ্গে বাবু ভাইয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। আর প্রতিটি সম্পর্কে কিছু দায়বদ্ধতা থাকে এবং থাকে আবেগ। আর আবেগ নিয়ে কোনো ব্যবসা নয়।’

তিনি আরও বলেন, আমি চেষ্টা করেছি লিরিকে ব্যক্ত অনুভূতিটা সুরে ফুটিয়ে তুলতে। চার-পাঁচটা ড্রাফট টিউনের পরে সবাই সন্তুষ্ট হলাম। বাবু ভাইয়ের দারুণ গায়কী, জামানের অসাধারণ মিউজিক কম্পোজিশন মাশরাফিকে নিয়ে সকলের অনুভূতিকে স্পর্শ করে যাবে বলে আমার বিশ্বাস।’

গানটি উৎসর্গ করা হয়েছে তারুণ্যের রোল মডেল মাশরাফি বিন মুর্তজাকে।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি