ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মিয়ানমারে সু চি’র দল ভেঙ্গে দেওয়ার নিন্দায় যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩০ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্র মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দল ভেঙ্গে দেওয়ার জন্য দেশটির জান্তা সরকারের নিন্দা জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ দেশটিতে আরো অস্থিতিশীলতা ডেকে আনবে। খবর এএফপি’র।

মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ ৪০টি রাজনৈতিক দলকে বাতিল করার বার্মার সামরিক শাসকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

‘বার্মার সকল স্টেহোল্ডারদের অংশগ্রহণ ছাড়া যেকোন নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু বলে বিবেচনা করা যায় না। এক্ষেত্রে সামরিক শাসনের ব্যাপক বিরোধিতার প্রেক্ষিতে নির্বাচনের ব্যাপারে সরকারের একতরফা পদক্ষেপ দেশের অস্থিতিশীলতা সম্ভাবত আরো বাড়িয়ে তুলবে।’
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি