ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মুশফিকের পাশে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার বিবেচনায় মুশফিকুর রহিমের পাশে বসলেন সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে দু’জনই সমান ৮৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমেই মুশফিকের পাশে নিজের নাম লেখান সাকিব। 

বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৪টি জয়, ৩০টি পরাজয়ের রেকর্ড  সাকিবের।  জয়ের হার  ৬৪ দশমিক ২৮ শতাংশ । এক্ষেত্রে সাকিবের চেয়ে পিছিয়ে মুশফিক।  

অধিনায়ক হিসেবে মুশফিক  ৮৪ ম্যাচের মধ্যে  ৪২টি জয় পেয়েছেন, পরাজিত হয়েছেন, ৪১ম্যাচে।  ১টি টাই । জয়ের হার  ৫০ দশমিক ৫৯ শতাংশ।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৯৬ ম্যাচে ৬২টি জয়, ৩৪টি হার আছে মাশরাফির।  জয়ের হার  ৬৪ দশমিক ৫৮শতাংশ। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি