মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১০:১৬, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। তার এই মাইলফলক ম্যাচে আয়ারল্যান্ডের বিটক্ষে টস জিতে স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচটি ইনিংস ও ৪৭ রানে জিতে ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের পরিবর্তে এবাদত হোসেন সাড়ে ৪ মাস এবং সৈয়দ খালেদ আহমেদ প্রায় ৭ মাস পর একাদশে ঢুকলেন।
একটি পরিবর্তন আয়ারল্যান্ডের একাদশে। গেভিন হোয়ের জায়গায় একাদশে এসেছেন ক্রেইগ ইয়ং।
২০০৫ সালে অভিষেকের পর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন মুশফিক। তার বিশেষ এই ম্যাচ জিতে আইরিশদের প্রথম কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ম্যাথু হামপ্রিস ও গ্যাভিন হোয়ে।
এএইচ










