ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৫৮, ৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শনিবার রাতে বিসিবির বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। 

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী মাসেই শুরু হচ্ছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

বিসিবি বোর্ড সভা সূত্রে জানা গেছে, মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে এই চিঠি পাঠানো হবে।

চিঠিতে প্রথমত, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে।

দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেটি কীভাবে ঘটল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে—সে প্রশ্ন তোলা হবে।

তৃতীয়ত, শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট সদস্য, এমনকি দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও আইসিসির অবস্থান জানতে চাইবে বিসিবি।

বিসিবির এক শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সব পক্ষের জন্য সুস্পষ্ট নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সব মিলিয়ে, আইসিসিকে পাঠানো এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যু নয়—বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি