ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মেসি-দেম্বেলের নৈপুণ্যে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১৫, ২১ জানুয়ারি ২০১৯

স্প্যানিস লা লিগায় অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে ম্যাচের শুরুতে উসমান দেম্বেলের নৈপুণ্যে এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে অতিথিরা। ফলে নিজেদের মাঠে হোঁচট খেতে বসেছিলো বার্সা। কিন্তু বদলি হিসেবে নেমে পার্থক্য গড়ে দিলেন লিওনেল মেসি। ফলে লেগানেসের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।

রোববার রাতে কাম্প নউয়ে নিচের সারির দল লেগানেসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাতলিটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানে আরও এগিয়ে গেল এর্নেস্তো ভালভেরদের দল।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকে দেম্বেলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্রথম ১৫ মিনিটে বেশ কয়েকবার গতিতে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান ফরাসি এই ফরোয়ার্ড। অবশেষে ম্যাচের ৩২তম মিনিটে তার নৈপুণ্যেই এগিয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিকে জর্দি আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন দেম্বেলে। আর ফিরতি পাস ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। বল পোস্টে লেগে ভিতরে ঢোকে। চলতি লিগে এটা তার অষ্টম গোল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরেও একইভাবে বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে শিরোপাধারীরা। তবে খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণে ম্যাচের ৫৭তম মিনিটে উল্টা গোল পেয়ে যায় অতিথিরা। সতীর্থের পাস ছোট ডি-বক্সে পেয়ে টোকায় গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মার্টিন ব্রেথওয়েট। তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ম্যাচের ৬৪তম মিনিটে মিডফিল্ডার কার্লেস আলেনাকে বসিয়ে মেসিকে নামান কোচ। অধিনায়ক নামার দুই মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়েন দেম্বেলে।

মাঠে নামার কিছুক্ষণ পরেই দলকে আবারও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। ম্যাচের ৭১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বুলেট শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে গিয়ে আলগা বল টোকা দিয়ে জালে পাঠান সুয়ারেস। এই নিয়ে চলতি লিগে উরুগুয়ের স্ট্রাইকারের গোল হলো ১৫টি।

এর পর যোগ করা সময় ৯২ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মেসি। স্প্যানিশ ডিফেন্ডার আলবার সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে চলতি লিগে নিজের ১৮তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

এ জয়ে ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪৬। আতলেতিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি