ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

মেয়েদের ক্রিকেটে নজর নেই, পাপনের দায় স্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১ অক্টোবর ২০২২

সিলেটে নারী এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভিআইপি গ্যালারিতে বসে বাংলাদেশ-থাইল্যান্ড নারী দলের ম্যাচটাও উপভোগ করেন তিনি। ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

কয়েকদিন আগে আবুধাবিতেও বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ নারী দলের খেলা দেখেছেন বিসিবি প্রধান। ওই ম্যাচটাও দাপটের সঙ্গে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

শনিবার (১ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিসিবি সভাপতি স্বীকার করেছেন, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ দল ভালোই করছে। তাদের দিকে বিসিবির যথাযথ নজর নেই, সেই দায়টাও স্বীকার করেছেন তিনি।

সিলেটে সাংবাদিকদের পাপন বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই পর্ব উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

বাংলাদেশ দলের জয় নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র‌্যাংকিং দেখি, বাংলাদেশ বোধহয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে। এই দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল, আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে, সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটু ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে।’

এবারের এশিয়া কাপ মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ আগামী সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি