ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ, লা লিগার ভাগ্য নির্ধারণে মহারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১১ মে ২০২৫

Ekushey Television Ltd.

চলতি ফুটবল মৌসুমের শেষ এল ক্লাসিকোয় আজ রোববার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই মৌসুমে এর আগে আরও তিনটি এল ক্লাসিকো হয়েছিল। তবে শুধুমাত্র ঐতিহাসিক দ্বৈরথ নয়, এবারের ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। কারণ এই লড়াইয়ের ফলাফলেই অনেকটা নির্ধারিত হয়ে যাবে কার হাতে উঠছে এবারের লা লিগার শিরোপা।

রাত ৮টা ৩০ মিনিটে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গড়াবে মৌসুমের শেষ এল ক্লাসিকো। পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের সামনে জয়ের বিকল্প নেই। শিরোপার দৌড়ে টিকে থাকতে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রদের দিতে হবে সর্বোচ্চটা।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তির জন্য এটি হতে পারে মৌশুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্লাবের কিংবদন্তি এই কোচ চাইবেন শিরোপা দিয়েই মৌসুম শেষ করতে। 

অন্যদিকে বার্সেলোনা জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের শিরোপা উৎসব। ইয়ামাল, রাফিনিয়া ও পেদ্রিরা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে আর কোনো বাধাই থাকবে না কাতালানদের সামনে।

তবে চলতি মৌসুমে দুই দলের মুখোমুখি চার দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল মাদ্রিদ। তার মধ্যে দুটি ছিল ফাইনাল ম্যাচ। এই চার ম্যাচে বার্সেলোনার জালে পাঁচবার বল জড়াতে পারলেও, নিজেদের জালে ১৪ বার বল দেখতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের। সংখ্যাগুলোই বলে দেয়, এবার কতটা অপ্রতিরোধ্য ফর্মে আছে বার্সেলোনা।

তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে গেলেও, লা লিগার শিরোপা জিতে সেই হতাশা ঘোচাতে চায় দলটি।

বার্সেলোনা সমর্থকদের জন্য একটি স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে ফিরেছেন দলের সেরা গোলদাতা রবার্ট লেভানদোভস্কি। যদিও ম্যাচের শুরুতে তাকে একাদশে দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “লা লিগার শিরোপা সবচেয়ে সৎ শিরোপা। যদি তুমি এটি জিতো, এর মানে তুমি ৩৮ ম্যাচেই ভালো খেলেছো।” এল ক্লাসিকো নিয়ে তিনি আরও বলেন, “রিয়াল দুর্দান্ত দল। তবে আমরা ঘরের মাঠে খেলবো। আমাদের সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাদের পাশে আছে, যা দলকে অনুপ্রাণিত করবে।”

সব মিলিয়ে আজকের এল ক্লাসিকো শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং হয়ে উঠেছে মরশুমের সেরা নাট্য মঞ্চ—যার পর্দা উঠবে রাতে, কিন্তু রেশ থেকে যাবে বহুদিন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি