ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৭ মে ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনতে যাচ্ছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বুধবার (১৭ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে ৮২ দশমিক ৮৫ টাকা। আগের ক্রয়মূল্য ছিল ৮২ দশমিক ৯৪ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কেনো ব্যত্যয় হলো কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না। আমি কেবল আজ সভায় যা পাস হয়েছে, তা তুলে ধরেছি।’
 
এ সময় তিনি বলেন, ’কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যামেগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই সার কেনা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।’

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন্য (বিএডিসি) কেনা হবে এ সার। এই প্রতিষ্ঠানের জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকেও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি