ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

যে তিন বাংলাদেশি ক্রিকেটার রোজা রেখেই খেলেছেন

প্রকাশিত : ১০:২৯, ৩ জুন ২০১৯ | আপডেট: ১০:৪২, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরে  প্রথম ম্যাচে (২জুন) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করে জয় পেয়েছে টিম টাইগার। এর মধ্যে দলের তিন ক্রিকেটার রোজ রেখেই তাদের বিরুদ্ধে লড়েছেন। তিন ক্রিকেটার হলেন-  মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রাখার কথা। এসময় তিনি বিশেষ ধন্যবাদও জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে মাশরাফি সংক্ষেপে বলেন, ‘মুশফিক নিয়মিতই এমন ইনিংস খেলে থাকে। সাকিব দারুণ ব্যাটিং করেছে। শুরুতে সৌম্য গতিপথ ঠিক করে দিয়েছে এবং শেষে মাহমুদউল্লাহ-মোসাদ্দেক ফিনিশিং দিয়েছে।’

এদিন রোজা রাখা তিন জনই অসাধারণ পারফরম্যান্স করেছেন। তাদের মধ্যে ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন মুশফিক।

মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে করেছেন অপরাজিত ৪৬ রান। তার এই ঝড়ো ইনিংসেই বাংলাদেশের রান গিয়ে ঠেকে ৩৩০-এ। যে কারণে ২১ রানের ব্যবধানে জয় এলো টিম টাইগারদের।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি