ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে গোপন তথ্য ভাগাভাগি করেছে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৯:১৮, ১৬ মে ২০১৭

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে গোপন তথ্য ভাগাভাগির অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গেলো সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাত করেন। সেসময় আইএস ইস্যুসহ নানা বিষয়ে তথ্য ভাগাভাগি করেন তারা। তবে এ তথ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার।
নানা সমালোচনার পর এবার রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগটি তুলেছে নিজ দেশেরই প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বলছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনাকালে এসব তথ্য ভাগাভাগি করেন ট্রাম্প।
গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওভাল অফিসে তাদের বৈঠকে উঠে আসে নানা দিক। এসময় আইএস ইস্যুসহ নানা বিষয়ে তথ্য ভাগাভাগি করেন তারা।
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তথ্যগুলো যুক্তরাষ্ট্রের একটি সহযোগী রাষ্ট্রের দেয়া। এর মধ্যে আইএস এর বিরুদ্ধে অভিযান নিয়ে গোপন তথ্যও রয়েছে। এসব তথ্য রাশিয়ার সঙ্গে ভাগাভাগি করার কোনো অনুমতি ছিল না।
কর্মকর্তারা জানান, রাষ্ট্রের সবচেয়ে গোপনীয় তথ্য প্রকাশ করার কর্তৃত্ব প্রেসিডেন্টের রয়েছে। তা সত্ত্বেও যে দেশ তথ্যগুলো দিয়েছে তাদের সঙ্গে পরামর্শ ছাড়া ট্রাম্প এগুলো প্রকাশ করতে পারে না।
তবে প্রকাশিত সাংবাদটি মিথ্যা বলে দাবি করেছেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার। বৈঠকে কোন গোয়েন্দা কৌশল নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।
রাশিয়ার সাথে আতাঁতের অভিযোগ আগেও ছিলো ট্রাম্পের বিরুদ্ধে। নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সাথে যোগাযোগ রেখেছিল বলেও অভিযোগ রয়েছে। রুশ সংযোগ তদন্ত করতে গিয়ে সাম্প্রতিক সময়ে এফবিআই প্রধান জেমস কোমি বরখাস্ত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।
 








Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি