ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

লিম্যানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৮ মে ২০২২ | আপডেট: ১৭:২৪, ২৮ মে ২০২২

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দোনেটস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ ও তাদের সমর্থিত বাহিনী।

স্বঘোষিত দোনেটস্ক পিপলস রিপাবলিকের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সেভেরোদোনেটস্কের পশ্চিমে অবস্থিত একটি রেলওয়ে স্টেশনসহ পুরো শহরটিই সম্পূর্ণরূপে দখল করার কথা বলার একদিন পর এই ঘোষণা এলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, "দোনেটস্ক পিপলস রিপাবলিক এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর মিলিশিয়া ইউনিটগুলোর যৌথ পদক্ষেপের পরে লিম্যান শহরটি সম্পূর্ণরূপে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের থেকে মুক্ত করা হয়েছে।"

এর আগে শুক্রবার ইউক্রেন বলেছে যে, রাশিয়া লিম্যানের বেশিরভাগ অংশ দখল করেছে। কিন্তু তাদের বাহিনী স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে। স্লোভিয়ানস্ক হলো এমন একটি শহর, যা আরও দক্ষিণ-পশ্চিমে আধা ঘণ্টার পথ।

ইউক্রেনের লিম্যান শহরটি রাশিয়ার জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সিভারস্কি দোনেটস নদীর উপর গুরুত্বপূর্ণ রেল এবং সড়ক সেতুগুলোর চাবিকাঠি। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি