ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

লেভারকুসেনের জয়রথ থামিয়ে শিরোপা জিতলো আটালান্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৩ মে ২০২৪

ইউরোপা লিগের ফাইনালে এসে জয়রথ থামলো বায়ার লেভারকুসেনের। জার্মান চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো আটালান্টা। এই জয়ে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটালো ইতালিয়ান ক্লাবটি।

অসাধারণ পথচলা, দারুণ সব রেকর্ড আর বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়া দলটি পথ হারিয়ে ফেললো ইউরোপা লিগের শেষ ম্যাচে। 

বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।

শুরু থেকেই উজ্জীবিত খেলা আটালান্টা প্রথমার্ধেই পেয়ে যায় দুই গোল। ১২ ও ২৬ মিনিটে দুটি গোলই করেছেন অ্যাডেমোলা লুকম্যান। 

বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টার কমতি রাখেনি লেভারকুসেন। তবে ভাগ্য বিধাতা সহায় হয়নি জাবি আলোনসোর শিষ্যদের। 

বিরতির পর হজম করে আরও এক গোল। দারুণ হ্যাটট্রিকে আটালান্টাকে চ্যাম্পিয়ন বানান নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান। 

প্রথমারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলো ইতালিয়ান ক্লাবটি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি