ঢাকা, রবিবার   ২১ সেপ্টেম্বর ২০২৫

শানাকার ঝড়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপের সুপার ফোর মিশনের প্রথম ম্যাচেই কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৬৮ রান।

লঙ্কানদের ব্যাটিং ধস সামলে ঝড়ো হাফসেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দাসুন শানাকা।

ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের ছক্কায় বোলার শরিফুলকে চাপে ফেললেও দ্রুতই নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা (১৫ বলে ২২)। অন্য ওপেনার মেন্ডিস অবশ্য রান তুলতে থাকেন। তবে অষ্টম ওভারে শেখ মেহেদির বলে সুইপ করতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (২৪ বলে ৩৪)।

মাঝের ওভারে বাংলাদেশি বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন শানাকা। মাত্র ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন তিনি যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সঙ্গী আসালঙ্কা করেন ১২ বলে ২১ রান। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৮ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি ২০ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া শেখ মেহেদি নেন ২টি এবং তাসকিন আহমেদ নেন ১টি উইকেট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি