ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শিক্ষা কার্যক্রম ‘বিকল্প পদ্ধতি’তে চালানোর প্রতি গুরুত্বারোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৮ নভেম্বর ২০২০ | আপডেট: ২১:২২, ১৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সরকার এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা মহামারীর এই সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়ার কথা জানান তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি।

শিক্ষামন্ত্রী বলেন- বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব কঠিন। শিশুদের সঙ্গে অভিভাবকদেরও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। সেক্ষেত্রে সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও শিশুদের কোভিডের ঝুঁকি কম, তবুও তারা নীরব বাহক হতে পারে।

এই পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না উল্লেখ করে দীপু মনি বলেন- সরকার তাই বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করছে।

মন্ত্রী বলেন- মহামারীর কারণে আমাদের শিক্ষা খাতে নানা ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রম বাড়তে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি