ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বিপিএল-২০২২

শুরুতেই বিপর্যয়ে মিরাজের চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪৩, ২১ জানুয়ারি ২০২২

শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জয়ী ফরচুন বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছে মিরাজের চট্টগ্রাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে চ্যালেঞ্জার্সের সংগ্রহ ৬ উইকেটে ৭৭ রান। নাঈম ইসলাম ১০ রানে এবং বেনি হাওয়েল ৪ রানে ক্রিজে আছেন। শামীম হোসাইন ১৪ রানে আউট হন।

এর আগে মিরপুরে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সাকিব বাহিনীর তোপের মুখে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। 

প্রথম ওভারেই কেনার লুইসকে (৬) সাজঘরে ফেরান স্পিনার নাঈম হাসান। এরপর একই রানে আলজারি জোসেপের শিকার হন আফিফ হোসাইন। যাতে ২২ রানেই দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এরপর দলীয় রান ৩৩-এ পৌঁছতেই সাকিবের শিকার হয়ে ক্রিজ ছাড়া হন মারকুটে খ্যাত সাব্বির রহমান। এর পরই আউট হয়ে ফেরেন ২০ বল খেলে ১৬ রান করে এক প্রান্ত আগলে রাখা উইল জ্যাকস। জ্যাক লিন্টটের বলে লেগ বিফোর হয়ে ফেরেন চট্টগ্রামের এই ওপেনার। 

যার ফলে ৪২ রানেই চতুর্থ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মিরাজের দল। শামীমকে নিয়ে সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক মিরাজ। নাঈম হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০ বলে ৯ রান। যাতে ১২তম ওভারেই মাত্র ৫৬ রান তুলতেই ইনিংসের অর্ধেকটা হারিয়ে ফেলে চট্টগ্রাম।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে জিটিভি ও টি স্পোর্টসে। অনলাইনে সরাসরি দেখা যাচ্ছে র‍্যাবিটহোলে। বিপিএলের প্রতিটি ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটে সরাসরি উপভোগ করা যাবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসাইন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসাইন, নাঈম ইসলাম, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিন্টট, নাঈম হাসান ও সালমান হোসাইন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি