ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৩ মে ২০১৭ | আপডেট: ১৫:২১, ৩ মে ২০১৭

টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে শেয়ার নেট বাংলাদেশ আয়োজিত ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ শীর্ষক একদিন ব্যাপি নলেজ ফেয়ারে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রকেই নারীর যৌন ও প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে।

কোনো নারীকে জোর করে প্রজননে বাধ্য করা যাবে না। নিরাপদ মাতৃত্ব, বিবাহিত জীবন, যৌন জীবন এবং প্রজনন অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা করতে হবে বলেও জানান হাসানুল হক ইনু।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি