ঢাকা, সোমবার   ০৬ অক্টোবর ২০২৫

সম্পন্ন হল বিসিবির নির্বাচন,পরিচালক পদে জয়ী হলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (৬অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে ভোটগ্রহণ শেষে  ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে ৭৩ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনে ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক এবং এনএসসি কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১: জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২: ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩: ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি এবং দুই জন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি