ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সানির চমকের দিনেও উজ্জ্বল মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১১ অক্টোবর ২০১৯

ভারত সিরিজের জন্য ‘উপযুক্ত প্রস্ততি’ নিতে জাতীয় লিগ খেলতে নেমে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার খেলা চলা চারটি ম্যাচের একটিতে প্রস্তুতির প্রথম ধাপটা ভালোই কাটল মুশফিকুর রহিমের। ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে আজ রান পেয়েছেন মুশফিক। অন্যদিকে ৬ উইকেট নিয়ে চমকে দিয়েছেন আরাফাত সানি।

ক্রিকেটারদের ফিটনেসকে বাড়তি গুরুত্ব দিতে জাতীয় লিগের আগে বিপ টেস্ট নিয়ে বেশ কড়াকড়ি আরোপ করেছিল বিসিবি। এতে বলতে গেলে বড় ধরাই খান স্পিনার আরাফাত সানি। দু'বার বিপ টেস্ট দিয়েও বিসিবির বেধে দেয়া ১১ স্কোর গড়তে ব্যর্থ হন মেদ বাড়ানো সানি। তবে মেদ বাড়লেও বোলিংয়ের ধার যে কমেনি, শুক্রবার তা প্রমাণ করলেন জাতীয় দলের এই অনিয়মিত স্পিনার।

প্রথম বিপ টেস্টে আরাফাত সানি স্কোর গড়েছিলেন ১০, আর দ্বিতীয়বার ১০.৫। তারপরও তাকে জাতীয় লিগে খেলার ছাড়পত্র দেয়া হয়েছে। সুযোগটা পেয়ে কাজেও লাগিয়েছেন তিনি।

চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রো: মিরপুরে চট্টগ্রামের অভিজ্ঞ ব্যাটসম্যান তাসামুল হকের দরুণ একটা ইনিংস সত্ত্বেও সানির ঘুর্ণির মুখে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বন্দর নগরীর দলটি। ৩ উইকেটে ১৪৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করা চট্টগ্রাম গুটিয়ে গেছে ২৯০ রানে। 

যেখানে তাসামুল ২৪৯ বলে ৭ চারে একাই করেছেন ৯০ রান। এছাড়া ওপেনার সাদিকুর রহমানের ব্যাট থেকে আসে ৫১ রান। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৭ রান খরচায় ছয় উইকেট তুলে নিয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানি। মাহমুদউল্লাহ রিয়াদ লাভ করেন ৩টি উইকেট।

পরে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। ২২ রানে দুই ওপেনারকে হারানো ঢাকার দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। অর্থাৎ ২২৪ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। হাতে আছে ৮টি উইকেট। মার্শাল আইয়ুব এবং শামসুর রহমান যথাক্রমে ২৬ এবং ২১ রানে অপরাজিত আছেন।

রাজশাহী বনাম ঢাকা: ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ৭৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান করে। রনি তালুকদার ৬৩ এবং তাইবুর রহমান ৮৮* রান করেন। 

রাজশাহীর পক্ষে স্পিনার তাইজুল ইসলাম ৪টি এবং শফিউল ইসলাম ও ফরহাদ রেজা ২টি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে রাজশাহী ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করলে দিনের খেলা শেষ হয়। এদিন রান পাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৭৫ রান করেন। এছাড়া জহুরুল ইসলাম অমি ৫৭ এবং ফরহাদ রেজা ১৪ রানে অপরাজিত আছেন। ঢাকা বিভাগের হয়ে সুমন খান ৪ উইকেট শিকার করেন।

রংপুর বনাম খুলনা: রংপুর ও খুলনার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা হয়নি। ফলে শুক্রবার শুরু হওয়া এ ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং নেয় খুলনা। 

ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ৭২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর। নাঈম ইসলাম ৪৮ এবং তানবির হায়াদার ও সোহরাওয়ার্দী শুভ যথাক্রমে ৪০ ও ৩১ রান নিয়ে ব্যাট করছেন।

সিলেট বনাম বরিশাল: রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়নি। শুক্রবার দ্বিতীয় দিনে শুরু হওয়া এ ম্যাচে বরিশাল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।  

এদিন খেলা হওয়া মাত্র ৩১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে সিলেট। জাকির হাসান ৩২ এবং অলক কাপালি ৮ রানে অপরাজিত আছেন। বরিশালের পক্ষে কামরুল ইসলাম রাব্বী ২ উইকেট শিকার করেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি