ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সাবেক গভর্নর সেগুফতা বখ্ত চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১১ নভেম্বর ২০২০

সেগুফতা বখ্ত চৌধুরী

সেগুফতা বখ্ত চৌধুরী

Ekushey Television Ltd.

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখ্ত চৌধুরী আর নেই। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক এ চেয়ারম্যানের নামাজে জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সেগুফতা বখ্ত চৌধুরী বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালের ১২ এপ্রিল গভর্নর হিসেবে দায়িত্বগ্রহণ করেন এবং ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।

এরপর তিনি ১৯৯৬-এর তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, বাণিজ্য, পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি