ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

সাবেক মেয়র ও আ.লীগ নেতা কবীর মোল্লা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২৪ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতের অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

এ মামলায় এজাহার ভুক্ত আসামি করা হয় গোলাম কবীর মোল্লাকে। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। 

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি