ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেট টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:০১, ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। 

চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে গত বছরের বাজে পারফরম্যান্স পেছনে ফেলে এই সিরিজ দিয়েই নতুন কিছু দেখানোর আশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

এমন উইকেটে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

টস জিতে শান্ত বলেন, 'উইকেট দেখে শক্ত মনে হয়েছে। বাউন্স ভালো কাজেই এই কন্ডিশনে ব্যাট করা হবে আদর্শ।'  

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও বলেন, টস জিতলে তারাও বেছে নিতেন ব্যাটিং। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন কিছু দেখা যাবে।

অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে জিম্বাবুয়ে।  তবে আস্থা রাখছে নিজেদের সামর্থ্যে।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেক প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে।’

টেস্টে দু’দলের ১৮ বারের দেখায় ৮ বার জয় পেয়েছে টাইগাররা। ৭টি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ
বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়চি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি