ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

হামজার করা গোলে শুরুতেই লিড বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে হামজা চৌধুরীর গোলে শুরুতেই  লিড নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেছেন হামজা চৌধুরী।

ম্যাচের ১৩ মিনিটে হামজা চৌধুরীর ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। লাল সবুজ জার্সিতে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি