ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ২৫ মে ২০২৪

এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তাই শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। তবে সেই শঙ্কাকে পাশ কাটিয়ে দাপুটে জয়ে ধবলধোলাই এড়িয়েছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম ১০ উইকেটে জয়।  এই জয়ের পরও ২-১ ব্যবধানে সিরিজ হারলো লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দলের পক্ষে অ্যান্ড্রিস গাউস করেন সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৬টি উইকেট। 

১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। তাদের মারমুখী ব্যাটিংয়ে ৩৮ বলে ৫০ রান পেরোয় বাংলাদেশ।

একের পর চার-ছক্কা রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। এই ব্যাটারের ব্যাটে ৮ ওভার ৩ বল বাকী থাকতে ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। তানজিদ তামিম ৪২ বলে ৫৮ ও সৌম্য ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।  

কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি