ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

২০২৭ সালের বিশ্বকাপের আটটি ভেন্যু চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১২ এপ্রিল ২০২৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।  তবে নিজ মাঠে বিশ্বকাপ ম্যাচের  জন্য আটটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, প্রিটোরিয়ার ে পার্ক, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোলান্ড পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, ব্লমফন্টেইনের ম্যানগং ওভাল ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ককে বেছে নিয়েছে সিএসএ।

দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে সিএসএর প্রধান নির্বাহি ফোলেতসি মোসেকি বলেন, ‘ বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা  সব কিছু বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

টুর্নামেন্টের তিন আয়োজক দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিশ^কাপের টিকিট পেতে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে নামিবিয়াকে।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি