ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আইকিউএসির আয়োজনে ববিতে প্রশিক্ষণ কর্মশালা 

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে 'Team Building and Survey Process' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন ছিলেন  গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শাহজাহান।

দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি