ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। 

রিয়ালের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার দারুন সুযোগও পেয়েছিল মায়োর্কা। তবে দুটি শটই লাগে ক্রসবারে। প্রথমার্ধে সুযোগ পেয়েছিল রিয়ালও, তবে গোল পায়নি তারাও। 

অবশেষে ডেডলক ভাঙে ম্যাচের ৭৮ মিনিটে। মদ্রিচের দারুণ কর্নারে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার অ্যান্তনীয় রুডিগার। 

এদিকে, নিজ মাঠে ৭ গোলের রোঞ্চকর ম্যাচে জয় পেয়েছে এবারের আসরের চমক জিরোনা। হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না অ্যাথলেটিকো মাদ্রিদের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। 

রিয়ালের সমান ৪৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে জিরোনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি