ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় অপারেশন ঈগল হান্ট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:৫২, ২৭ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের শিবনগরে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দফায় অপারেশন ঈগল হান্ট চলছে। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার কাছ থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের সদস্যরা সকাল ৯টার দিকে অভিযান ফের শুরু করেন। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলাবাহিনী। এর আগে বুধবার বিকেলে ঢাকা থেকে ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত সদস্যরা আসার পর অভিযান শুরু হয়। আশপাশে জারি রয়েছে ১৪৪ ধারা। মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে তাতে তারা সাড়া দেয়নি। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। গত রাত ৯টায় অপারেশন ঈগল হান্ট স্থগিত করা হয়। এর আগে বুধবার ভোর থেকে শিবনগর ত্রিমোহনী এলাকার আম বাগানে ঘেরা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে যোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি