ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

তিন নম্বরে খেলতে চান মিচেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:০৩, ১২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সেরা একাদশে সুযোগ পেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিন নম্বরে ব্যাট করতে চান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই তিন নম্বরে ব্যাট করেছেন তিনি। আশানুরুপ পারফরমেন্সও করেছেন মার্শ। তাই বিশ্বকাপেও তিন নম্বরে ব্যাট করার ব্যাপারে আত্মবিশ্বাসী এ আক্রমনাত্মক ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল ছিল না অস্ট্রেলিয়ার। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সয়েলদের মত তারকারা ছিলেন না। আর পাঁচ ম্যাচের দু’টি সিরিজেই ৪-১ ব্যবধানে হারে অসিরা। দলের ব্যাটার ও বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। তবে ব্যাট হাতে সফল ছিলেন মার্শ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচেই তিন নম্বরে নেমেছিলেন মার্শ। তিন হাফ-সেঞ্চুরিতে ২১৯ রান করেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে চারবার তিন নম্বরে নামেন মার্শ। সিরিজে ১৫৬ রান তিনি।

বিশ্বকাপে দলের সেরা খেলোয়াড়রা ফিরলেও, তিন নম্বরে ব্যাট করতে চান মার্শ। তিনি বলেন, ‘আমি সাহস করে বলছি, যদি আমি এই টুর্নামেন্টে খেলি, আমি তিন নম্বরে খেলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের স্কোয়াডটা এতোই শক্তিশালী যে তিন থেকে সাত নম্বরে যে কেউ খেলতে পারে, এমনকি পারফর্মও করতে পারে।’

তবে দলের পরিকল্পনা ও পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে বলে মনে করেন মার্শ। দলের প্রয়োজনের নিজের ব্যাটিং অর্ডারও পরিবর্তন করতে রাজি তিনি, ‘এখন আরেকটা বিষয় আছে, অনেককিছু নির্ভর করবে পরিস্থিতির উপর। দল যাকে ভালো মনে করবে সেই তিনে খেলবে।’

আমি মনে করি, সুযোগ পেলে নিজের সেরাটাই দেবো। তবে দলের স্বার্থে অনেক কিছুই মানিয়ে নিতে হবে। কারণ আমি ছাড়াও দলে অনেক ভালো ক্রিকেটার আছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি