ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের
প্রকাশিত : ১৯:০৪, ১০ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে দাওয়িড মালানের সেঞ্চুরি, বেয়ারস্টো ও রুটের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ১০ বল বাকি থাকতেই মাত্র ২২৭ রানে গুটিয়ে যায়। লিটন-মুশফিক জোড়া ফিফটি করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেনি টাইগাররা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। রিচ টপলির ইন সুইং বলে জুনিয়র তামিমের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়ে। আউট হওয়ার আগে ২ বলে করেন ১ রান।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও পারেননি কিছুই করতে। নিজের খেলা প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা চালান সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু, টাইগার অধিনায়কও পারেননি তেমন কিছু করতে। ৯ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বাংলাদেশের প্রথম তিন উইকেটই নেন রিচ টপলি। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। আগের ম্যাচে দারুণ খেলা এ অলরাউন্ডার উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মিরাজের উইকেট নেন ক্রিস ওকস।
এমএম//










