ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি যা জানালেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ৩০ অক্টোবর ২০২৪

আগামী ৬ নভেম্বর থেকে অনুষ্ঠেয় আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বুধবার (৩০ অক্টোবর) শেরে-বাংলায় বোর্ড মিটিংয়ের আগে এ নিয়ে কথা বলেন তিনি।

ফারুক আহমেদ বলেন, সাকিব বিষয়ে বলবো যে যেহেতু দল (আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে) এখনো দেওয়া হয়নি, তার মানে সে (সাকিব) বিবেচনায় আছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিবের না খেলার ব্যাখ্যায় বিসিবিপ্রধান বলেন, সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে বাধা দেওয়ায় বোর্ড কোনোভাবেই জড়িত ছিল না। আমরা সেই পরিস্থিতির সাথে সম্পূর্ণভাবে জড়িত নই। আইন প্রয়োগকারী বাহিনী, সরকার এবং সাকিব (জড়িত) ছিল। আমরা শুধু সহায়ক ভূমিকা রেখেছি। ব্যক্তিগতভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে সাকিব ঘরের মাঠ থেকে অবসর নিতে পারে।

ফারুক যোগ করেন, সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি গত সরকারের (পতিত শেখ হাসিনা সরকার) আমলে একজন এমপি ছিলেন। সেখানেও কিছু বিষয় আছে। সব মিলিয়ে সরকারের চিন্তাভাবনা আর ক্রিকেট বোর্ডের ভাবনা এক ছিল না। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি দেখেছি একটা ছেলে ক্রিকেট খেলেছে ১৭ বছর। সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসডর, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং আমি বিশ্বাস করি এটি (খেলতে পারলে) ভালো হতো।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। আগামী ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি