ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে পাত্তাই পেলো না বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বছরের প্রথম এল ক্লাসিকোতে পাত্তাই পেলো না বার্সেলোনা। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে কাতালান ক্লাবটিকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।

কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগ্রাসি খেলে রিয়াল মাদ্রিদ। এর ফল পেতেও খুব বেশি দেরি হয়নি দলটির। 

প্রথম দশ মিনিটের মধ্যেই পেয়ে যায় দুই গোল। গোল দুটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। 

তবে ৩৩ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেন রবার্ট লেভানদোভস্কি। এর ছয় মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করে বার্সেলোনাকে ম্যাচ থেকে ছিটকে দেন ভিনিসিয়ুস। 

বিরতির পরে আরও একবার জালের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৬৪ মিনিটে স্কোরশিটে নাম তোলেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। 

সুপার কাপে এটি রিয়াল মাদ্রিদের ১৩তম শিরোপা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি