ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আমের পিকআপে ফেন্সিডিল,আটক ২ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

আম বোঝাই পিকআপে লুকিয়ে ফেন্সিডিল বহন করার সময় র‌্যাবের একটি দল ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার ভোরে  নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চেংটাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের সোহরাব আলীর ছেলে রুবেল হোসন (৩২)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতি.পুলিশ সুপার  এ.টি.এম. মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপটির মধ্যে আমের ঝুড়ির মধ্যে ৪৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পিকআপ ,১১৬০ কেজি আম ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

ওইদিন দুপুরে আটককৃতদের মান্দা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন,এই ঘটনায় থানায় মামলা দাযের হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি