ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৩, ৩০ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আদিবা। শনিবার(৩০ জুলাই) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে। শিশু আদিবা একই গ্রামের পাঠানবাড়ির উজ্জ্বল মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের লোকজন শিশু আদিবাকে না পেয়ে খোঁজাখোঁজি করার এক পর্যায়ে বাড়ির পাশের গর্তের পানিতে আদিবার নিথর দেহ ভাসতে দেখে। 

এসময় শিশুটিকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি