ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ২৭ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪০, ২৬ জুন ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে শুক্রবার (২৫ জুন) দেশে ফিরেছেন আরও ২৭ জন বাংলাদেশী। এ নিয়ে মোট ১ হাজার ৪০ জন বাংলাদেশী দেশে ফিরলেন। এসব বাংলাদেশীদের মধ্যে করোনা পজিটিভের সংখ্যা ১১ জন।

শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশীরা দর্শনার জয়নগর চেকপোস্টে পৌঁছালে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ইমিগ্রেশন শেষে ২৭ জনকে ১৪ দিনের কোয়ারেণ্টাইনের জন্য যাত্রীবাহী বাস যোগে বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা পিটিআই হোস্টেলে ২৫ জন ও হোটেল ভিআইপিতে ২ জনকে নেয়া হয়েছে।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, ভারতের কোলকাতায় বাংলাদেশ হাইকমিশন থেকে নতুন অনাপত্তিপত্র নিয়ে ২৭ জন বাংলাদেশের দর্শনা চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১১ জন নারী। সেখানে আসার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তবে কারও করোনা শনাক্ত হয়নি। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি