ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

ব্যাংক এশিয়ার ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

‘ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি এন্ড লিডারশীপ স্কিলস’ বিষয়ের উপর ব্যাংক এশিয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজারদের জন্য ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইন্সস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)- এ ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া।  

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী গত ১৭ জুলাই উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। যেখানে ৬১টি জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। 

ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এম. এসামুল আরিফিন, বিএআইটিডি-এর প্রধান বি এম শহীদুল হক এবং পোস্ট অফিস ব্যাংকিং বিভাগের প্রধান কাজী মোরতুজা আলী কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।  
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি