ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

স্বপ্ন এখন বরিশালের রুপাতলীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন বরিশালের রুপাতলীতে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এটি স্বপ্নের ২৪৪তম আউটলেট। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং ফ্র্যাঞ্চাইজি পার্টনার শমসের মোল্লা সাইফুল, স্বপ্নর এক্সপ্যানশন এক্সিকিউটিভ মঈন উদ্দিন, সিনিয়র অপারেশন আউটলেট ম্যানেজার খাইরুল ইসলামসহ অনেকে। 

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। বরিশালের রুপাতলীতে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।”

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

নতুন এই আউটলেটের ঠিকানা রহমান ভিলা, রোড ১০/১০৮৭, ব্লক এ, রুপাতলী হাউজিং, বরিশাল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি