ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের শরীআহ বিষয়ক আলোচনা সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল ও ইস্ট জোন এবং ৬টি কর্পোরেট শাখার গ্রাহকদের নিয়ে ‘‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’’ শীর্ষক আলোচনা সভা ৬ নভেম্বর রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি সাঈদ আহমাদ এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীআহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ইস্ট জোন প্রধান মো. আমিনুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা প্রধান মোঃ মাহবুব-এ-আলম। ব্যাংকের বিনিয়োগ গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।      
কেআই//                                                                                          
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি