ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চাঁদাবাজীর ঘটনায় ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

বহিষ্কৃত ঢাবির দুই শিক্ষার্থী

বহিষ্কৃত ঢাবির দুই শিক্ষার্থী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন রাস্তায় এক ট্রাক ড্রাইভারকে মারধর ও চাঁদাবাজীর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ আল আমিন (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)। উভয়েই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

অভিযুক্ত এই দুই শিক্ষার্থীকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা, সে মর্মে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে এবং আগামী সাত (০৭) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদান করতে বলা হয়েছে।

এর আগে ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় হাইকোর্ট মোড়ের পানির পাম্পের সামনে থেকে দুজনকে আটক করে শাহবাগ থানায় নেয় পুলিশ। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি