ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

এক বিষ্ময় শিশুর মা কোয়েল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শিরোনাম শুনে একটু অবাকই হয়েছেন! আসলে ব্যপারটি কোয়েলের বাস্তব জীবনে নয়, তার অভিনীত চরিত্রের। সিনেমার নাম ‘বনি’। ফের পর্দায় কোয়েল এবং পরমব্রত চট্টোপাধ্যায়। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাগরদ্বীপে যকের ধন’-এর পর পরমব্রত পরিচালিত ‘বনি’- ছবিতে সেই জুটি আবার পর্দায়।

কোয়েলের চরিত্র সেখানে এক জন মায়ের। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পর বাঙালি দম্পতি সব্যসাচী-প্রতিভা মুখোপাধ্যায়ের (পরমব্রত এবং কোয়েল) দাম্পত্য জীবনে তালগোল পাকিয়ে যায়। তাদের একমাত্র সন্তান অন্য শিশুদের মতো নয়। তার কিছু বিশেষত্ব রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সে ‘বিষ্ময় শিশু’। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সম্পন্ন রোবটের সঙ্গে মিল পাওয়া যায় তাদের সন্তানের।

চিত্রনাট্য বলছে, সব্যসাচী-প্রতিভার বিষ্ময় শিশুর খবর জানতে পারে এক বিজ্ঞানী। তার পর থেকেই সে সদ্যোজাত এবং তার মা-বাবাকে খুঁজতে শুরু করে। বৈজ্ঞানিকের ধারণা, সেই বাঙালি দম্পতির কাছে তার সব প্রশ্নের উত্তর রয়েছে। এ দিকে সরকারি খাতায় ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত সেই বিজ্ঞানী। 

অন্যদিকে ছা-পোষা এক মধ্যবিত্ত কেরানি চোরাবাজার থেকে একটি যন্ত্রমানব কিনে এনেছে। এই দু’টি গল্পের মধ্যে কী সম্পর্ক? সেই রহস্যেরই সমাধান হবে পঞ্চমীর দিন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি